1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে ফের বিস্ফোরণের ঘটনায় পুলিশ সদস্যসহ আহত ১৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

ঝালকাঠিতে ফের বিস্ফোরণের ঘটনায় পুলিশ সদস্যসহ আহত ১৪

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনায় ১০জন পুলিশ সদস্যসহ ১৪জন দগ্ধ ও আহত হয়েছেন।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নিলে গুরুতর আহত ২ পুলিশ সদস্যসহ তিনজনকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্যসহ দুজনকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করে শেরই বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অপরজন বরিশালেই চিকিৎসাধীন রয়েছেন। বাকি ১১জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা যায়, শনিবার (১জুলাই) দুপুর ২টায় বিকট শব্দে বিস্ফোরিত হয় সাগর নন্দিনী-২। এতে দগ্ধ ৪জন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। সোমবার দুপুর ২টার দিকে নিখোঁজ ৪জনের মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধার কাজ সম্পন্ন হয়।

বিস্ফোরিত জাহাজে ডিজেল ও পেট্রোল বোঝাই ছিলো ১১লাখ লিটার। ইতিমধ্যে রোববার প্রায় ৭লাখ লিটার তেল অপসারণ করা হয়েছে। ওই স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙ্গর করা ছিল। সোমবার বাকি তেল অপসারণ করার সময় সন্ধ্যা ৬টার দিকে ফের বিস্ফোরণ ঘটে। এতে পুলিশ, নৌবাহিনীর সদস্য, জাহাজ স্টাফসহ নিখোঁজ রয়েছেন অনেকে।

আহত পুলিশ সদস্যরা হলেন, ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল শওকত জামিন (২৪), দীপ সমাদ্দার (২৫), সুকানী শরীফ আহমেদ (৩৫)। আহতদের মধ্যে কনস্টেবল শওকত জামিন (২৪) ও জাহাজের স্টাফ শরীফ আহমেদকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে।

আহত সাগর নন্দিনী-২ জাহাজের বাবুর্চি বেলাল হোসেন জানান, একটি পাম্প সচল করে ৪/৫ঘণ্টা কাজ করা যায়। সেখানে অতিরিক্ত সময় সচলাবস্থায় কাজ করায় পাম্প গরম হয়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই সময়ে নৌবাহিনীর দুজন গোসলে ছিলেন। তাদের সন্ধান এখনও পাওয়া যাচ্ছে না।

আহত এক পুলিশ সদস্য জানান, আমরা জাহাজের পাশেই ট্রলারে নিরাপত্তার দায়িত্বে ছিলাম। হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হওয়ায় আমাদের ট্রলারের চালকও নদীতে লাফিয়ে পড়েন। আগুনের তাপ প্রচণ্ডভাবে আমাদের শরীরে লাগে। জীবন বাঁচাতে আমরাও যে যার মতো করে নদীতে লাফিয়ে পড়ি।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, গুরুতর আহত দুই পুলিশ সদস্যসহ ৩জনকে বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। বাকি ১১জনকে ঝালকাঠি সদর হাসপাতালেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। রোগীদের সার্বিক চিকিৎসার বিষয়ে আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু এমপি মহোদয় সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান সিভিল সার্জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ