1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
তৃণমূলে শিক্ষার মান বজায়ে নিরন্তর কাজ করছে বরিশাল শিক্ষা বোর্ড – চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

তৃণমূলে শিক্ষার মান বজায়ে নিরন্তর কাজ করছে বরিশাল শিক্ষা বোর্ড – চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক
তৃণমুলে শিক্ষার মান বজায়ে নিরন্তর কাজ করছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউনুস আলী সিদ্দিকী৷ গত শনিবার (১৫ ফেব্রুয়ারী) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রেমহার মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় বোর্ড চেয়ারম্যান বলেন, বরিশাল শিক্ষা বোর্ড বিভাগের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে নজরদারীর মধ্য রেখেছে। সার্বিক শৃঙ্খলা বজায়ের পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক পাঠদান ও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের মধ্য দিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আধুনিক দেশ ও সমাজ গড়তে হলে শিক্ষা ছাড়া বিকল্প কিছুই নেই। তাই বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে শিখতে হবে। কারণ একমাত্র শিক্ষাই আলোকবর্তিকা হয়ে জীবন চলার পথ দেখাতে পারে। একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন,অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর। শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে। আমাদের দেশে যে ৫টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু শিক্ষা একটি। শিক্ষার প্রয়োজনীয়তা সার্বজনীন,অপরিহার্য,ব্যাপক। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই। এসময় শিক্ষার্থীদের সঠিক শিক্ষালাভের মধ্য দিয়ে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠায় আশাবাদা ব্যক্ত করেন চেয়ারম্যান।

শিক্ষার্থীদের মনন বিকাশে খেলাধুলার প্রতিও আহবান জানান বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, শিক্ষার্থীকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায়ও উদ্ভুদ্ধ করতে হবে। কারণ এতে শিক্ষার্থীরা সমাজের নানা নেতিবাচক দিক এড়িয়ে যেতে পারবে। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তারা সুনাগরিক হিসেবেও গড়ে উঠবে। এছাড়া খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নীতেও ভুমিকা রাখবে।

এদিকে শিক্ষার মান বৃদ্ধিতে বিভাগের প্রত্যেকটি জেলা ও উপজেলায় প্রধান শিক্ষকদের সাথে সভা ও সেমিনারের মাধ্যমে গ্রামপর্যায়ে শিক্ষার গুনগত মান রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী। শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, শিক্ষাবোর্ডের সব কার্যক্রমে স্বচ্ছতা ও সহজতর নিশ্চিত করা হবে। বোর্ড সংশ্লিষ্ট বিদ্যালয়ের কার্যাদি ও শিক্ষার্থীদের নানা জটিলতা যাতে সহজেই সমাধান করা যায়। এক্ষেত্রে ভোগান্তি কমবে শিক্ষার্থীদের । পাশাপাশি শিক্ষার উন্নয়নেও ভুমিকা রাখবে। শিক্ষকদের বিদ্যালয় সংশ্লিস্ট ইতিবাচক কার্যক্রমে আমরা সন্তস্ট। কিছু প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ ও যথাযথ অবকাঠামো না থাকায় শিক্ষা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে জানান বোর্ড চেয়ারম্যান। শিক্ষার আলো পুঙ্খানুপুঙ্খভাবে ছড়াতে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের তৎপরতার সাথে কাজ করার আহবান জানান তিনি।

প্রেমহার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রেযওয়ান শরীফ ( এনডিসি, পিএসসি) এর সভাপতিত্বে শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: রফিকুল ইসলাম খান ও গণ সংযোগ কর্মকর্তা আবুল বাসার হাওলাদারসহ অন্যান্য অতিথী ও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ