তাসমিয়া তাবাসসুম তিশা,ববি প্রতিনিধি।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশগ্রহণ করেন।
শনিবার (১৬ মার্চ ২০২৫) এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সদস্য মো. আমানউল্লাহ আমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা সুন্দর তিলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেন।বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, মানুষের শান্তি ও মঙ্গল এবং জাতীয় সংকট থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
নেতাকর্মীরা জানান, দোয়া মাহফিলের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক ও ধর্মীয় চেতনাকে আরও শক্তিশালী করার প্রয়াস পান।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।
ছাত্রদল নেতারা বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি শিক্ষা দেয় ধৈর্য, সহনশীলতা ও মানবতার। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ বজায় রাখার চেষ্টা করবে। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা এমন আয়োজনের প্রশংসা করেন।