খবর বিজ্ঞপ্তি
বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩ নভেম্বর সকাল ৯টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন।
এছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সাইয়্যেদ হাসান আসজাদ মাদানী (ভারত), বিশেষ অতিথী চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মুফতী জুবায়ের আহমদ, মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মুফতী শাহ্ নূরুল আমিন, মুফতী হারুন ইজহার, মুফতী রেজাউল করীম আবরারসহ বিভাগীয় শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম নসীহত পেশ করবেন।
এদিকে মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা তৌফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন।