1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বরিশালে নাওয়ার গ্রুপের ই-বাইকের শোরুম উদ্ভোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

বরিশালে নাওয়ার গ্রুপের ই-বাইকের শোরুম উদ্ভোধন

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।  বরিশাল বিএম স্কুল সংলগ কে আর ডেকেয়ার অ্যান্ড ফ্রি স্কুল প্রাঙ্গনে নাওয়ার গ্রুপের নতুন পণ্য ই বাইকের উদ্বোধন অনুষ্ঠিত হয়। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাওয়ার গ্রুপের চেয়ারম্যান জাহিদুল আলম, এসময় বাইকটি প্রদর্শন করেন সিন ইয়ান গ্রুপের সি ই ও মিস্টার রাফেল। এবং আরও উপস্থিত ছিলেন সুরাইয়া ইয়াসমিন কেআর ডে কেয়ার এন্ড প্রি স্কুলের এক্সিকিউটিভসহ অন্যান্য সুধিজন। অনুষ্ঠান শেষে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের চেয়ারম্যান ও সিও বলেন নতুন এই বাইকটি সরাসরি চায়না থেকে সিন ইউং গ্রুপ মেনুফ্যাক্সারিং করে নাওয়ার টেক গ্রুপ। নতুন টেলিং রেসিং ই বাইকটি কর্মজীবী মহিলাদের জন্য একটি আদর্শ বাইক , এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাইকটির স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। মাত্র ২০ টাকা খরচে ১০০ কিঃমি চলবে এই বাইকটি। পরিবেশবান্ধব এবং শব্দহীন এই বাইকটি ইতিমধ্যে সবার পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। বাইকটি কয়েকটি মডেলের বিভিন্ন কালারে বরিশাল নগরীর কাঠপট্টি রোডে কোম্পানির নিজস্ব শোরুমে পাওয়া যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ