নিজস্ব প্রতিবেদক
বরিশালে মারকাযুল ফোরকান মডেল মাদ্রাসার উদ্যোগে অধ্যায়ণরত দুই শিক্ষার্থীকে হেফজ ছবক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাত ৯ টার দিকে নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ হাউজিং এলাকার তালুকদার ম্যানশনের ৩য় তলায় চলমান প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ কর্মসূচী সম্পন্ন হয়।
ছবক গ্রহনকৃত দুই শিক্ষার্থী হলো- বরগুনা জেলার বাসিন্দা আবু বকরের ছেলে মোঃ নাফিউল ইসলাম ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা আসলাম হোসাইনের ছেলে মোঃ ইয়ামিন শরীফ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মো; তানভীর হোসাইনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এটিএম মোস্তফা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আবু সাঈদ। এছাড়া বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী ফরিদুজ্জামান, হাফেজ মাওলানা ইমাম হোসাইন, হাফেজ মাওলানা রাফিন ইসলাম সাদি, হাফেজ ক্বারী মোঃ মুরাদ হোসাইন, ক্বারী মোঃ মাইনুদ্দিন ইসলাম, হাফেজ আব্দুর রহমান মাহমুদী, মাদ্রাসা ভবনের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম , অভিভাবক সদস্য আবু বকর, রিপন হোসাইন, আসলাম হোসাইন, আব্দুল হক প্রমুখ।
ছবক প্রদান শেষে সব শিক্ষার্থীদের কল্যান কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।