নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীতে বিএনপি নেতার অফিস উদ্বোধন করা হয়েছে। আজ সন্ধ্যা ৭ টায় ২৫ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব নুরে আলম খান ফিতা কেটে উকিল বাড়ি সড়কে বিএনপির নিজস্ব কার্যালয় উদ্বোধন করেন।
কার্যালয়ে উদ্বোধনের পরপরই নেতাকর্মীদের দলীয় সহ নানা স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নুরে আলম খান। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র অন্যান্য নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।