নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১২ বছর পর চালু হচ্ছে বরিশাল মহানগর দায়রা জজ আদালত। এই আদালতের প্রথম বিচারক হিসেবে গতকাল (১৮ জুন) যোগদান করেন বিজ্ঞ বিচারক মীর মোঃ এমতাজুল হক। যোগদান পরবর্তী আইন অঙ্গনে আইন সংশ্লিস্ট আইন কর্মকর্তা ও কর্মচারীরা এবং আইনজীবী সমিতি অত্যন্ত উৎসাহের সাথে নব নিযুক্ত বিজ্ঞ এই বিচারককে স্বাদরে গ্রহণ করেন।
সিনিয়র আইনজীবী ও আইনকর্মকর্তারাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহাসীন মন্টু , সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ সকলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। এসময় মাননীয় বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মোঃ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আওতাধীন বিজ্ঞ বিচারকবৃন্দ ও বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত ছিলেন।