
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল এক আনন্দ মিছিল করেছে বরিশাল মহানগর বাস্তুহারা দল । আজ সোমবার (১সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নগরীর জেলা খানার মোড় থেকে সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মিছিলটি শুরু হয়।
এসময় বর্ণাঢ্য মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের (সিটি কর্পোরেশন) সম্মুখে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে যোগ দেয়। বরিশাল বিএনপি’র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদিন।
এদিকে র্যালীর অগ্রভাগে নেতৃত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও সিনিয়র সহ-সভাপতি শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, বিএনপি’র জন্মদিন’ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।