স্টাফ রিপোর্টার
বোর্ডের স্বচ্ছতা আনয়ন ও শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষার মনোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, শিক্ষাবোর্ডের সব কার্যক্রমে স্বচ্ছতা ও সহজতর নিশ্চিত করা হবে। বোর্ড সংশ্লিষ্ট বিদ্যালয়ের কার্যাদি ও শিক্ষার্থীদের নানা জটিলতা যাতে সহজেই সমাধান করা যায়। এক্ষেত্রে ভোগান্তি কমবে শিক্ষার্থীদের । পাশাপাশি শিক্ষার উন্নয়নেও ভুমিকা রাখবে। তিনি আরও বলেন, শিক্ষকদের বিদ্যালয় সংশ্লিস্ট ইতিবাচক কার্যক্রমে আমরা সন্তস্ট। কিছু প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ ও যথাযথ অবকাঠামো না থাকায় শিক্ষা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে জানান বোর্ড চেয়ারম্যান। শিক্ষার আলো পুঙ্খানুপুঙ্খভাবে ছড়াতে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের তৎপরতার সাথে কাজ করার আহবান জানান তিনি।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জর অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিস আলী আযিযী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: রফিকুল ইসলাম খান, উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, তেজদাসকাঠী কলেজ অধ্যক্ষ শিক্ষক নেতা মোঃ আলমগীর হোসেন সহ জেলার মাধ্যমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক বৃন্দ।