নিজস্ব প্রতিবেদক // মদ খেয়ে মাতাল হয়ে বসেছিলেন রেললাইনে; তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে উত্তর আউটার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহত তরুণ-তরুণীর নাম-পরিচয় উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার যুগান্তরকে জানান, রেলওয়ে সুইপার কলোনি থেকে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় রেললাইন ধরে হাঁটছিলেন ওই অজ্ঞাত দুই তরুণ-তরুণী।
এ সময় মাতাল অবস্থায় দুজন স্টেশনের উত্তর আউটার রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে পড়েন।
এ সময় তিতাস কমিউটার ট্রেন সাল্টিং করে স্টেশনে লাইন আপ করার সময় ট্রেনের পেছন দিকে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই অজ্ঞাত তরুণ তরুণী ছিন্নভিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার আরও জানান, নিহতদের নাম পরিচয় উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply