স্টাফ রিপোর্টার // প্রতারক চক্রের বিরুদ্ধে প্রশাসনের উচ্চ মহলে অভিযোগ করায় বরিশাল জেলার মুলাদী উপজেলার চরবাটা মারা গ্রামে একই পরিবারের ৪ জনকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩ টায় চরবাটা মারা গ্রামে এ ঘটনা ঘটে। হলেন জয়নাল আবেদিন ছেলে সাইফুল ইসলাম আব্দুল্লাহ ও আসেকা। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মিজান চৌকিদার গং,কালাম গং,ও মন্টু গং জমির ভুয়া মালিক সেজে ভুয়া দলিল ও কাগজপত্র দেখিয়ে একই গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন হাওলাদারের জামাতা মাহবুবের কাছ থেকে ১২ লক্ষ টাকা বায়না চুক্তি গ্রহন করে। জমি রেজিস্ট্রি এবং টাকা না ফেরত দেয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা পুলিশ হেডকোয়ার্টার ও বরিশাল পুলিশ সুপারের বরাবর অভিযোগ দায়ের করেন। এছাড়া জয়নাল বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে। আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। এর আগেও তারা স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমা আক্তার কে দিয়ে আমাকে ও আমার ছেলে সাইফুলকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার তারা আমাকে মামলা উঠাতে বলে। এতে রাজি না হাওয়ায় মিজান গং সহ অন্যান্যরা লাঠিসোটা নিয়ে আমাকে ও আমার ছেলে-মেয়ের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। অসহায় পরিবারটি প্রশাসনের ঊর্ধ্বতন মহলে কাছে অভিযোগ করেও পাইনি কোন সুফল।