মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জে সরকারী হাসপাতালে এমপি পংকজ নাথ’র অনুসারীদের হামলায় আহত ছাত্রলীগ কর্মী মামলার বাদী ইমরান হোসেনকে নিয়ে মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র কামাল উদ্দিন খান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী। এ নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রেস বার্তা দিয়েছেন তারা। এতে উল্লেখ করা হয় , মোঃ ইমরান হোসেন উপজেলা ছাত্রলীগের কর্মী। গত ৩১-০৮-২০২২ তারিখ ১৫ আগষ্টের আলোচনা সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগ কর্মী মোঃ ইমরান হোসেনকে ছাত্রদল কর্মী হিসাবে আখ্যায়িত করায় মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। এবিষয়ে কলেজ ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব বলেন, ইমরান হোসেন ছাত্রলীগ কর্মী সে আমাদের সংগঠনে নেই। ছাত্রদলের কোন সম্পৃক্ততা নেই। আ’লীগের একাধিক নেতা বলেন, একটি চক্র নিজেদের ফায়দা হাসিল ও হাসপাতালে সন্ত্রাসী হামলার ঘটনা ভিন্নখাতে নিতে এবং মামলাটি প্রবাহিত করতে
এধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে রাজনৈতিক ভাবে আহতদের গায়েল করতে এধরনের অপপ্রচার ও মিথ্যাচার পরিবেশন করছেন। এধরনের ভিত্তিহীন অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানাচ্ছেন তারা। উল্টো দাবী করেন অপপ্রচারকারীদের সাথে জামায়াত-বিএনপি প্রীতি রয়েছে, যার হাজারো তথ্য উপাত্ত রয়েছে তাদের হাতে।
Leave a Reply