নিজস্ব প্রতিবেদক
শিক্ষার মান বৃদ্ধিতে নিরন্তর কাজ করছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউনুস আলী সিদ্দিকী।রোববার (১৬ ফেব্রুয়ারী) বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার আলহাজ্ব দলিল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর। শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই। এসময় শিক্ষার্থীদের সঠিক শিক্ষালাভের মধ্য দিয়ে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠায় আশাবাদা ব্যক্ত করেন চেয়ারম্যান।
শিক্ষার্থীদের মনন বিকাশে খেলাধুলার প্রতিও আহবান জানান বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, শিক্ষার্থীকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায়ও উদ্ভুদ্ধ করতে হবে। কারণ এতে শিক্ষার্থীরা সমাজের নানা নেতিবাচক দিক এড়িয়ে যেতে পারবে। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তারা সুনাগরিক হিসেবেও গড়ে উঠবে। এছাড়া খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নীতেও ভুমিকা রাখবে।
এসময় বোর্ড চেয়ারম্যান বলেন, বরিশাল শিক্ষা বোর্ড বিভাগের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে নজরদারীর মধ্য রেখেছে। সার্বিক শৃঙ্খলা বজায়ের পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক পাঠদান ও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের মধ্য দিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে।
আলহাজ্ব দলিল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি রিয়াজ উল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: রফিকুল ইসলাম খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুন নিশাত প্রমুখ।