মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি এমন মন্তব্য করেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে এবার বাংলাদেশের পূর্ণ কোটার হজযাত্রীরা সৌদি আরবে হজে যেতে পারবেন।
আগামী হজ কেমন হবে এমন প্রশ্নে ফরিদুল হক বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের যতটুকু অনানুষ্ঠানিক কথা হয়েছে, এবার হয়তো রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকুই পাব।
সাধারণত প্রতি বছর ২০ থেকে ২৫ লাখ মানুষ হজ পালনের অনুমতি পান। করোনা মহামারি শুরু হলে দুই বছর হজে কড়াকড়ি আরোপ করে সৌদি সরকার।
২০২০ সালে সৌদি আরবে বাসকারী মাত্র এক হাজার মানুষ পেয়েছিল হজের অনুমতি। সংক্রমণ কিছুটা কমে আসায় ২০২১ সালে হজ পালনের অনুমতি পেয়েছিলেন মাত্র ৬০ হাজার মুসলিম। করোনা মহামারি কমে আসায় এবার বিশ্বের ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। এক্ষেত্রে যারা করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন কেবল তাদেরই অনুমতি দেওয়া হয়।
এছাড়া হজ পালনের জন্য ইচ্ছুক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে থাকার শর্ত দেওয়া হয়। অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজ করার সুযোগ পাননি। করোনা মহামারি অনেকটা কমে আসায় এবার বয়সের সীমা থাকবে না বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক।
প্রতিমন্ত্রী বলেন, আর ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টি এবার নাও থাকতে পারে। বিষয়টি আমরা এরই মধ্যে তাদের কাছ থেকে জানতে পেরেছি।
ফরিদুল হক বলেন, গত বছর ১০ হাজার (৬৫ বছরের বেশি বয়সী) মুসল্লি হজে যেতে পারেননি। এর মধ্যে ৭ হাজার রিপ্লেস করেছেন। আর বাকি ৩ হাজার আমরা ইচ্ছামতো…যিনি গেছেন তাকে ব্যবস্থা করে দিতে পেরেছি। আগামী বছর এ সিস্টেম চালু হলে কারও কোনো আবদার রক্ষা করার সুযোগ আমাদের থাকবে না। তখন পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। আমাদের জন্য সেটা ভালো হবে।
Leave a Reply