বাংলাদেশের এশিয়া কাপের দলে প্রাথমিক ভাবে না থাকলেও ইনজুরির কারণে বাদ পরা খেলোয়ারের জায়গায় ডাক পেয়েছেন নাঈম শেখ। এই ওপেনার এখন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। সেখানে বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যকার দ্বিতিয় ম্যাচে সেঞ্চুরিও হাঁকিয়েছেন এই ব্যাটার।
সোমবার (২২ আগস্ট) এক বিবৃতিতে নাঈম শেখের জাতীয় দলে জায়গা পাওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে দুবাইয়ের পথে ঢাকা ছাড়বে। নাঈম শেখ টিমের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন।
বিসিবি জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২২ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ। ২৩ বছর বয়সী এই বাঁহাতি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বাংলাদেশের হয়ে ৩৪ ম্যাচ খেলেছেন।’
এদিকে ইনজুরি থেকে ছিটকে গেলেন পেসার হাসান মাহমুদ ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তাদের বাদ পড়াতেই ভাগ্য খুলল নাঈমের।
এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।
Leave a Reply