ডেস্ক রিপোর্ট :: ঝালকাঠির জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ্যাড. খান সাইফুল্লাহ পনিরের সাথে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় এ্যাড. খান সাইফুল্লাহ পনিরকে জেলা আ’লীগ কার্যালয়ে এই শুভেচ্ছা জানান স্বাশিপের নেতৃবৃন্দ।
এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ্যাড. খান সাইফুল্লাহ পনির সহ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি মিজানুর রহমান জসিম ও সাধারণ সম্পাদক সাইফ খান জুয়েল।
শুভেচ্ছা ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) রাজাপুর উপজেলা শাখার আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ আরিফসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অর্ধশত শিক্ষকমন্ডলী।
উল্লেখ্য, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি জেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন খান সাইফুল্লাহ পনির।
এ/বি
Leave a Reply