নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া তালগাছিয়া মাদ্রাসার উদ্যোগে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিনদিন ব্যাপি ৯৮তম ইসলাহী মাহফিল শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাদ জোহর তালগাছিয়ার পীর সাহেব মুফতি নূরুল্লাহ আশরাফীর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতার প্রারম্ভ হয়। মাদ্রাসার ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের প্রথম দিন দেশবরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য পেশ করেন। জানা গেছে, ২য় দিন শুক্রবার তাশরীফ করবেন উপমহাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ , দারুল উলূম দেওবন্দের উস্তাযুল বুখারী আল্লামা মুফতি আমিন পালনপুরী (ভারত)।
এছাড়া তিনদিনব্যাপী মাহফিলে দেশের অন্যতম ওলামায়ে ক্বেরামগণ ওয়াজ ও নসীহত পেশ করবেন। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হবে বলে জানা গেছে।
এদিকে মাহফিলের আরজগুজার করবেন মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম ও তালগাছিয়ার পীর সাহেব মুফতি নূরুল্লাহ আশরাফী।