নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ড চকবাজারে এন এস ডিপার্টমেন্টাল স্টোরে হামলা ভাঙচুর এবং লুটপাট এর অভিযোগ পাওয়া গেছে। আর এমন অভিযোগ করেন উল্লেখিত দোকানের মালিক সাইদুর রহমান ফরিদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেল আনুমানিক ৩.০০ ঘটিকার সময় পার্শ্ববর্তী দোকান চৈতালী ডিপার্টমেন্টাল স্টোরের মালিক শেখ শামীমসহ তার দোকানের তিনজন কর্মচারী শুভ, বিসু এবং আকাশ মিলে এন এস ডিপার্টমেন্টাল স্টোরে হামলা করে। উক্ত হামলার ফলে এন এস ডিপার্টমেন্টাল স্টোরের অভ্যন্তরের যাবতীয় আসবাবপত্র এবং মালামাল ভাঙচুরের ফলে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। মামলার অভিযোগে এন এস ডিপার্টমেন্টাল স্টোরের মালিক সাইদুর রহমান উল্লেখ করেন, ঘটনার সময় আমি দোকানে না থাকার কারণে আমার দোকানের কর্মচারীদের কে ছুরি এবং চাপাতি দিয়ে উপর্যুপরি আক্রমণ করিয়া দোকানের ক্যাশ বাক্স ভাঙচুর করিয়া নগদ প্রায় তিন লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে যায়। হামলায় আহত এন এস ডিপার্টমেন্টাল স্টোরের চারজন কর্মচারী বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত এন এস ডিপার্টমেন্টাল স্টোর দোকানের মালিক সাইদুর রহমান ফরিদ মুঠোফোনের সাংবাদিকদের জানান, হামলাকারীরা আমার পার্শ্ববর্তী দোকানের মালিক এবং কর্মচারী। দীর্ঘদিন যাবত ব্যবসায়িকভাবে তারা আমাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করিয়া আসতেছিল। ইতিপূর্বে এই বিষয়ে আমি একটি অভিযোগ ও কোতোয়ালি থানায় দাঁয়ের করি। ঘটনার দিন বিকেলে দোকানে আমি না থাকার সুযোগ পার্শ্ববর্তী দোকানের মালিক এবং কর্মচারীরা মিলিয়া আমার দোকানের কর্মচারীদের উপরে ছুরি এবং চাপাতি নিয়া হামলা করে এবং ক্যাশ বাক্স ভাঙ্গিয়া তিন লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি আমি এজাহার আকারে বরিশালের কোতোয়ালি মডেল থানায় এজাহার আকারে দায়ের করি।
এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এর মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।