নিজস্ব প্রতিবেদক
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় বরিশালল নগরীর বেলস্ পার্কে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: সোহরাব হোসেন, জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডা মারিয়া হাসান, সমাজসেবার বরিশাল বিভাগীয় পরিচালক শাহ মো: রফিকুল ইসলাম ও জেলা সমাজসেবার উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবার বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা সমাজসেবার সহকারী পরিচালক মো সাজ্জাদ পারভেজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর আহবায়ক শহিদুল ইসলাম শাহেদ, মুখপাত্র ইসরাত জাহান মায়া, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এদিকে দিবস ঘিরে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ওয়াকাথুন বেলস্ পার্ক থেকে শুরু রুপাতলি জেলা সমাজসেবা কমপ্লেক্স গিয়ে শেষ হয়। এসময়ে ওয়াকাথনে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উন্নয়ন কর্মী ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে জেলা সমাজসেবা কমপ্লেক্স চত্বরে আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মুক্ত আড্ডা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য অনুষ্ঠানের সমাপ্ত হয়।