1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
মেহেন্দিগঞ্জের উপজেলা ও পৌর ছাত্রদলের সদস্য সচিব পদ শূণ্য। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

মেহেন্দিগঞ্জের উপজেলা ও পৌর ছাত্রদলের সদস্য সচিব পদ শূণ্য।

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক //

মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল কে সুসংগঠিত ও রাজনৈতিক কর্মকাণ্ড সচল রাখার জন্য উপজেলা ও পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব’র পদ বিগত কয়েক মাস যাবৎ শূন্য অবস্থায় পরে রয়েছে এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব বিগত এক বছরের বেশি সময় কোন রাজনৈতিক প্রোগ্রামের সাথে জড়িত নেই এবং বর্তমানে প্রবাস জীবন পার করছেন।
যা উপজেলা ও পৌর ছাত্রদল প্রায় নের্তৃত্ব শূন্য বলে ধরা যায়।

সূত্রে জানা যায় যে, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের মাহমুদ কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত বছরের ডিসেম্বর মাসের ৩ তারিখে আনুষ্ঠানিক ভাবে দল থেকে বহিষ্কার করা হয়।
সেই থেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের মত গুরুত্বপূর্ণ পদ শূন্য অবস্থায় রয়েছে।

এছাড়াও সূত্রে আরো জানা যায় যে, মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম চান বিগত এক বছরের বেশি সময় ধরে কোন দলীয় প্রোগ্রামে উপস্থিত থাকেন না এবং দলীয় কর্মকাণ্ডের বাহিরে নিজেকে রেখেছেন এবং বিগত ২ মাস পূর্বে সৌদি আরব গিয়ে সেখান প্রবাস জীবন পার করছেন।

উপজেলা ও পৌর ছাত্রদলের সদস্য সচিব পদ দুটি ফাঁকা থাকার কারনে মেহেন্দিগঞ্জ ছাত্রদলের নের্তৃত্ব শূন্য হয়ে পড়ছে বলে মনে করেন সাধারণ কর্মীরা।

 

এ বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌফিকুল ইমরানের সাথে আলাপকালে তিনি জানান, মেহেন্দিগঞ্জের পৌর ও উপজেলা দুটি আহবায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ, তাছাড়া আপাতত আমরা কলেজ কমিটি নিয়ে কাজ করছি এছাড়াও মেহেন্দিগঞ্জের ছাত্রদলের দুটি গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রয়েছে, তা সেন্ট্রালে জানানো হয়েছে। শীগ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি এম এ মিঠু বলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের মাহমুদ’র বহিস্কারের ব্যাপারে জানা আছে, সে ব্যাপারে সাংগঠনিক অবকাঠামো দৃঢ় করার লক্ষ্যে যা করা দরকার তাই করা হবে।
তবে পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম চানের ব্যাপারে আমার জানা নেই, সে যদি প্রবাস জীবন যাপন করে, তবে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এবং শূন্য পদ রাখা হবে না।
এ ব্যাপারে আমি খোঁজ নেবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ