1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি বিতরণ। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি বিতরণ।

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
বিশেষ কর্মসূচির আয়োজন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দল।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মহিলা দলের উদ্যােগে একটি আনন্দ র‌্যালি বের হয়ে পৌর বন্দরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান রাজিব আহসান এর বাড়ির উঠানে আলোচনা সভা এবং অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে হাঁস-মুরগি বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে প্রত্যাশা করা হচ্ছে, নারীরা নিজ উদ্যোগে ছোট পরিসরে খামার গড়ে তুলে পরিবারে আর্থিক সাপোর্ট দিতে পারবেন। ব্যতিক্রম আয়োজনের সার্বিক নেতৃত্বে দেন জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল উত্তর জেলার সভাপতি চৌধুরী শরীফা নাসিরন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিয়াব আহমেদ সেলিম, বিশেষ অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজী, পৌর কৃষকদলের সদস্য সচিব কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগ এবং হিজলা উপজেলা মহিলা দল সভাপতি নাসরিন খানম। এছাড়াও উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিয়াব আহমেদ সেলিম বলেন, ভবিষ্যতেও মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সামান্য উদ্যোগ থেকেও বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নারীরা যদি স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, তবে পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন বলেন, আগামী দিনেও মহিলা দল তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে। মহিলা দল সবসময় রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণে মহিলা দল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার ৮ দিন পর মহিলা দল গঠন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন পুরুষের পাশাপাশি এই দেশে মহিলা দলেরও অনেক ক্ষমতা রয়েছে। তার এই ধারাবাহিকতায় গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দল গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দলের উপকারভোগী নারীরা এমন কার্যক্রম পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ উদ্যোগ তাদের পরিবারে বেশ কাজে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ