মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মৎস্য বিভাগের স্পিড বোটের সাথে মাছ ধরা নৌকার সংঘর্ষে নদীতে পড়ে এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে । এসময় মৎস্য বিভাগের ২ কর্মচারী আহত হয়। সোমবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন নিশ্চিত করেন।
নিহত জেলে মিরাজ ফকির (৩০) দুই সন্তানের জনক। সে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মিয়ার চর এলাকার ফখরুল ফকিরের ছেলে। মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন বলেন, ঘটনার দিন বিকাল ৪টার সময় মাছ শিকারের জন্য কালাবদর নদীর শ্রীপুর এলাকায় নিষিদ্ধ বাধা জাল ফেলেছে জেলেরা। গোপন সুত্রে এমন সংবাদ পেয়ে মৎস্য বিভাগের ৭সদস্যর একটি দল মেরিন অফিসারের নেতৃত্বে স্পিডবোট নিয়ে ওই নদীতে অভিযান করেন। নদী থেকে জাল তোলার সময় কিছু জেলে কয়েকটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে তাদের (অভিযানকারীদের) উপর হামলা করে। এ সময় একটি নৌকা এসে তাদের স্পিডবোটকে প্রচন্ড বেগে ধাক্কা দেয়। ফলে স্পিড বোটটি ছিদ্র হয়ে যায় এবং ইঞ্জিন চালিত নৌকায় থাকা ৪জন জেলে নদীতে পড়ে যায়। তখন অন্য একটি ট্রলার এসে নদীতে পড়ে যাওয়া ৪জন জেলেকে উদ্ধার করে । উদ্ধারকৃত জেলেদের মধ্যে মিরাজ ফকির ( ৩৫) এর অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয় জেলেরা চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় । সেখানে চিকিৎসারত অবস্থায় জেলের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তা সুকান্ত কুমার রায়, স্পিডবোট ড্রাইভার রিপন, লেবার বেল্লাল ও মাইদুল। তবে আহতরা সকলেই বর্তমানে আশংকামুক্ত। এই বিষয়ে নিহতের
বড় ভাই মোঃ হেলাল উদ্দিন বলেন, মৎস্য বিভাগের স্পিড বোটের সাথে আমার ভাইয়ের ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আমার ভাই মিরাজ ফকির আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। চিকিৎসারত রত অবস্থায় সে মারা যায়। তবে আমার ভাইয়ের মৃত্যুর জন্য কেউ দায়ী নন। এটি একটি দুর্ঘটনা।তাকে পোষ্টমর্ডান ছাড়াই দাফন করা হয়েছে এবং কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় মামলা করবেন না বলেও জানান তিনি। গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার সময় মিরাজকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মেহন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্য পরিদর্শক এনামুল হক বলেন, স্পিডবোট ও জেলে নৌকার সাথে সংঘর্ষে এক জেলের মৃত্যুর সংবাদ পেয়েছি।