1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
সাফ ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

সাফ ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সাফ জয়ী নারীদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বাফুফে কর্মকর্তারা। সাফ ট্রফি হাতে বাংলাদেশের অধিনায়ক ও আসরের সেরা খেলোয়াড় সাবিনা খাতুন।

তার আগে, সকাল থেকেই বিমানবন্দরে উপস্থিত হয়েছে গণমাধ্যম কর্মীরা। সবার আগে সেখানে গিয়ে পৌঁছেছে বাদক দল। তারপর ধীরে ধীরে বিমানবন্দরে বাঘিনীদের বরণ করে নিতে বাড়তে থাকে সমর্থকদের ভিড়। বিকেএসপির খুদে ফুটবলাররা এসেছে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে।

 

বিমানবন্দরে গিয়েছে উৎসবের মঞ্চ ছাদখোলা বাস। আড়ম্বর আয়োজনের অংশ হিসেবে দলের জন্য প্রস্তুত আছে বিআরটিসির একটি ছাদখোলা দ্বিতলবাস। এই বাসে করে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কাকলী-জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়-বিজয়স্বরণী-তেজগাও-কাকরাইল-পল্টন-মতিঝিল হয়ে যাবে বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের সংবর্ধনা দেবেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ