1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলার ধুলখোলায় জাহাজ থেকে চাদা উত্তোলনের অভিযোগে জেলেকে পিটিয়ে হত্যা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

হিজলার ধুলখোলায় জাহাজ থেকে চাদা উত্তোলনের অভিযোগে জেলেকে পিটিয়ে হত্যা!

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে শরিফ তফাদার নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত জেলে শরিফ তফাদার (২৪) ওই গ্রামের হানিফ তফাদার এর ছেলে।
ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন শরিফ তফাদার এর মা। পরিবারের আহাজারিতে ভারি হয়ে ওঠেছে এলাকার আকাশ-বাতাস। শোকে কাতর এলাকাবাসী ও সহকর্মীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বন্ধু সোহাগ আকন জানান, দিনভর মেঘনা নদীতে মাছ শিকার করে সন্ধ্যার সময় তীরে ফিরে তারা নিজ নিজ বাড়িতে চলে যান। রাত ৮ টার দিকে তারা ৩জনই স্থানীয় পিএন হাইস্কুলের পিছনে মেঘনার পাড়ে মাছ বিক্রির টাকা ভাগ করার সময় সেখানে দুলাল মৃধার ছেলে আলামিন, রশীদ আকনের ছেলে বাবুল, মতিন পাটোয়ারীর ছেলে রাজিব, আবুল রাড়ীর ছেলে মাইদুল এবং নোমান উপস্থিত হয়ে তাদের কাছে টাকার ভাগ চায়।
নিহত শরিফ তফাদার এর বোন সাথী আক্তার বলেন আমার ভাই একজন জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ভাই তার ভাগিদার সোহাগ ও আরফানকে নিয়ে মেঘনায় মাছ শিকার করেন। আমার ভাইকে যাহারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। স্থানীয় রিনা বেগম বলেন, শরিফ তফাদারকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় ওরা। পরবর্তীতে তাকে আমার ছেলে সোহাগ আর আরফান মোল্লা উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে আসলে আমি তার মাথায় তেল পানি দেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে যায়।
অভিযুক্তরা আত্নগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। স্থানীয়রা জানান, হত্যাকারীরা মেঘনায় চলমান ও নোঙর করা বলগেট এবং জাহাজ থেকে চাঁদা তোলা, মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বহুমুখী অপরাধের সাথে সম্পৃক্ত। হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, জেলেকে জাহাজ কালেকশন এর অভিযোগে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি এবং হত্যার ঘটনায় তদন্ত চলছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ