1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দুরদর্শীতায় সুরক্ষিত এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলো ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দুরদর্শীতায় সুরক্ষিত এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলো !

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিভাগের চলমান এসএসসি (সমমান) পরীক্ষার কেন্দ্রগুলোতে কঠোর নজরদারীর মধ্যে রেখেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। এরই ধারাবাহিকতায় নির্বিঘ্নে কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরই ফলশ্রুতিতে এখন পর্যন্ত কোন পরীক্ষার্থীদের কোন প্রকার অসাধু পহ্না অবলম্বনেরও এবারে তেমন কোন নেতিবাচক তথ্য আসছে না। কেন্দ্রের নির্দেশনাযায়ী শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে সব কর্মকর্তা ও কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা কেন্দ্রগুলোতে কড়া নজরদারী বসিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত এসএসসি’র তিনটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরমধ্যে গতবছরের তুলনায় অসদুপায়ী অবলম্বনকারীদের সংখ্যাও শুন্যের কোঠায় নেমে এসেছে। আর এতে করে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে পরিক্ষা কেন্দ্রগুলোতে কেন্দ্রের নির্দেশনানুযায়ী অবৈধ পহ্না প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বোর্ড চেয়ারম্যান ড.মোঃ ইউনুস আলী সিদ্দিকী নিরলস কাজ করে যাচ্ছেন। গত সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠিত তিনটি পরীক্ষাগুলোতে নিজের দুরদর্শীতাকে কাজে লাগিয়ে প্রত্যেক কেন্দ্রে ছুটছেন প্রতিনিয়ত। পরীক্ষার প্রথম দিনেই তিনি বরিশাল নগরী ও সদর উপজেলার প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। দ্বিতীয় দিনে রাজাপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ও তৃতীয় দিনে উজিরপুর উপজেলার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সব ধরণের অসদুপায় বন্ধ ও নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিতে স্ব-শরীরে পরিদর্শন করেছেন। এর মধ্যে তিনি কয়েকজনকে পরীক্ষায় অবৈধ পহ্না অবলম্বনের দায়ে শাস্তির সম্মুখিনও করেছেন। এছাড়া বাকি পরীক্ষাগুলোতেও বিভাগজুড়ে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

মাধ্যমিক পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানিয়েছেন, বোর্ড চেয়ারম্যান স্যার অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ একজন কর্মকর্তা। তিনি নিজে পরীক্ষার কেন্দ্রগুলো সরাসরি মনিটরিং করছেন। এছাড়া কোন কেন্দ্রে অবৈধ পহ্না অবলম্বনের তথ্য পেলেও জড়িত সংশ্লিষ্টদের শাস্তির আওতায় নিয়ে আসছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাধ্যমিক স্তরের গুরুত্বপুর্ণ এ পরীক্ষাটি সুরক্ষিত হচ্ছে। যার ফলস্বরুপ প্রকৃত মেধাবীরাই ভাল ফলাফলে উন্নীতের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবে বলেও সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া পরীক্ষার পরিবেশও অটুট থাকছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এর মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬টি ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভাগের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।  কেন্দ্রের নির্দেশনানুযায়ী কঠোর নজরদারীর ব্যবস্থা করেছে শিক্ষাবোর্ড।

উল্লেখ্য, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬টি ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বরিশাল শিক্ষাবোর্ড। এবার বিভাগের ছয় জেলার মোট ১,৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । এছাড়া পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

 

 

 

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ